আমি আছি থাকবো ভালোবেসে মরবো //Ami Achi Thakbo….. lyrics

আমি আছি থাকবো ভালোবেসে মরবো
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
আমি আছি থাকবো
ভালোবেসে মরবো,
দোহাই লাগে তোমার
আমায় পাগল কইরো না
দোহাই লাগে তোমার
আমায় পাগল কইরো না
আমি আছি থাকবো
ভালোবেসে মরবো,
দোহাই লাগে তোমার
আমায় পাগল কইরো না
দোহাই লাগে তোমার
আমায় পাগল কইরো না
আঁচলে ফুল রেখেছি
তোমায় দিবো বলে
কপালে টিপ দিয়েছি
যাবো সময় হলে
————
আঁচলে ফুল রেখেছি
তোমায় দিবো বলে
কপালে টিপ দিয়েছি
যাবো সময় হলে
দোহাই লাগে তোমার
ঘরের বাহির কইরো না
দোহাই লাগে তোমার
আমায় পাগল কইরো না
আগুনে হাত দিয়েছি
পুড়ে যাবো বলে
ভালোবাসার সুখ নেবো
আমি জ্বলে জ্বলে
আগুনে হাত দিয়েছি
পুড়ে যাবো বলে
ভালোবাসার সুখ নেবো
আমি জ্বলে জ্বলে
দোহাই লাগে তোমার
কলংকে নাম দিয়োনা
দোহাই লাগে তোমার
আমায় পাগল কইরো না
আমি আছি থাকবো
ভালোবেসে মরবো,
দোহাই লাগে তোমার
আমায় পাগল কইরো না
দোহাই লাগে তোমার
আমায় পাগল কইরো না