Ami Rojonigondha Fuler Moto lyrics | আমি রজনীগন্ধা ফুলের মত লিরিক্স
![](https://newtonjrbd.com/wp-content/uploads/2024/06/bangla-lyeics.png)
আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাই
আমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই
আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
বুকের মাঝে যে বাঁশী বাজে
অকারনে বার রার
পায় না তো অধিকার।
বুকের মাঝে যে বাঁশী বাজে
অকারনে বার রার
পায় না তো অধিকার।
আজও এ কথা আমি যে শুধুই।
আজও এ কথা আমি যে শুধুই।
নিজেকে বোঝাতে চাই
আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
চলার পথে কাঁটা যে হতে
চাই নাকো আমি আর
ভুল ভাঙ্গে যদি তার
চলার পথে কাঁটা যে হতে
চাই নাকো আমি আর
ভুল ভাঙ্গে যদি তার
আমি নিরবে ভাল যে বেসে
আমি নিরবে ভাল যে বেসে
নিজেকে পোড়াতে চাই।।
আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাই
আমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই
আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
Sajjad
Jast.wow