Ek Din Pakhi Ure Jabe kishor kumar lyrics | একদিন পাখি উড়ে যাবে গানের লিরিক্স
June 26, 2024

একদিন পাখি উড়ে…
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে
একদিন…
বুকে যেন বাদলের ঐ মেঘ জমে না
মন ভেঙে দিতে যেন আর ঝড় আসে না
তারে ভেবে কারো যেন চোখে জল না আসে
কারো আকাশে
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে
একদিন…
উদাসীর বাঁশি আর কেন কেউ তো শোনে না?
কোনোদিন কেউ তার কেন মন তো বোঝে না?
ঘর ছেড়ে কোনোদিন যেন শেষে পথে না বসে
পথে না বসে
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর কারো আকাশে
একদিন…