Ki Kore Toke Bolbo lyrics | কি করে তোকে বলবো গানের লিরিক্স
June 26, 2024
কি করে তোকে বলবো
তুই কে আমার
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো
তুই কে আমার
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো
তুই কে আমার
মনেরই একূল ওকূল
দিয়েছে প্রেমের মাশুল
চাউনিরা দিশেহারা
তোর কাছে চায় ইশারা
আজ বারে বার
কি করে তোকে বলবো
তুই কে আমার
আয় না সাথে চলব
সব পারাপার
ভিড়েতে দাঁড়াই একা
তোর যদি না পাই দেখা
হারানো পথের মতো
খুঁজে মরি তোকে কত
হাজার বার
কি করে তোকে বলবো
তুই কে আমার
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো
তুই কে আমার