Tomar oi mon take akta ..lyrics | তোমার এই মনটাকে গানের লিরিক্স

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।
তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব
সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে ।।
সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে
আমার দুচোখে বোনা বিবাগী স্বপ্নগুলো
তোমাকেই খূজেঁ পাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব…
তোমার ঐ মনটাকে
জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে ।
জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে ।
আমার ক্লান্ত পায়ে
মুখরা লগ্নগুলো নিরবে মুখ লুকাবে,
ভালবাসার কিছু পদধূলি
।।ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব……
তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
SK Sayed
Nice
Sujay Mandal
Just entertain
Md Ahadul islam Rabbi
Bangla song
Sitanshu mondal
Nice song
Tapas
খুব সুন্দর