এই কি গো শেষ দান বাংলা লিরিক্স | Ei Ki Go Sesh Daan lyrics
August 24, 2024
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
মোর আরও কথা
আরও কথা ছিল বাকি
আরও প্রেম আরও গান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
ক্ষণিকের মালা খানি
তবে কেন দিয়েছিলে আনি
ক্ষণিকের মালা খানি
তবে কেন দিয়েছিলে আনি
কেন হয়েছিল শুরু
হবে যদি অবসান
এই কি গো শেষ দান
বিরহ দিয়ে গেলে
এই কি গো শেষ দান
যে পথে গিয়াছ তুমি
আজ সেই পথে হায়
আমার ভুবন হতে
বসন্ত চলে যায়
যে পথে গিয়াছ তুমি
আজ সেই পথে হায়
আমার ভুবন হতে
বসন্ত চলে যায়
হারানো দিনের লাগি
প্রেম তবু রহে জাগি
নয়নে দুলিয়া ওঠে
হৃদয়ের অভিমান
এই কি গো শেষ দান
এই কি গো শেষ দান