ওগো বৃষ্টি আমারচোখের পাতা ছুঁয়ো না গানের বাংলা লিরিক্স | Ogo Brishti Amar Chokher Pata..lyrics
September 1, 2024
ওগো বৃষ্টি আমার
চোখের পাতা ছুঁয়ো না
আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না
সে যেন এসে দেখে
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি
দোহাই গানের বিনা
মন কে ভরে তুলো না
দেখেই তাকে ব্যাথার এ গান ভুলো না
সে যেন এসে শোনে
তার বিরহে কি সুর আমি সেধেছি
ক্লান্ত প্রদীপ ওগো
হঠাৎ আলোয় ফুটো না
দেখেই তাকে উজার হয়ে উঠো না
সে যেন এসে জানে
কোন আধারে এ রাত আমি বেধেছি
আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না
সে যেন এসে দেখে
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি।