দিন যায় কথা থাকে বাংলা গানের লিরিক্স | din jay kotha thake ..lyrics

দিন যায় কথা থাকে
দিন যায় কথা থাকে
সে যে কথা দিয়ে রাখলোনা
ভুলে যাবার আগে ভাবলোনা
সে যে কথা দিয়ে রাখলোনা
ভুলে যাবার আগে ভাবলোনা
সে কথা লেখা আছে বুকে
দিন যায় কথা থাকে
সে কথা নয়নেই আগুন আল্পনা আঁকে
স্মৃতির পাপিয়া চোখ গেলো বলে ডাকে
সে কথা নয়নেই আগুন আল্পনা আঁকে
স্মৃতির পাপিয়া চোখ গেলো বলে ডাকে
সে জ্বালা যন্ত্রনা কাউকে বলবোনা
বলবো আছি কে যে সুখে
দিন যায় কথা থাকে
দিন যায় কথা থাকে
মন পাখি তুই থাকরে খাঁচায় বন্ধি
আমি তো করেছি দুঃখের সাথে সংগী
মন পাখি তুই থাকরে খাঁচায় বন্ধি
আমি তো করেছি দুঃখের সাথে সংগী
কি আছে পাওনা কার কাছে দেনা
যাক সে হিসাব চুকে
দিন যায় কথা থাকে
দিন যায় কথা থাকে
সে যে কথা দিয়ে রাখলোনা
ভুলে যাবার আগে ভাবলোনা
সে যে কথা দিয়ে রাখলোনা
ভুলে যাবার আগে ভাবলোনা
সে কথা লেখা আছে বুকে
দিন যায় কথা থাকে
দিন যায় কথা থাকে
দিন যায় কথা থাকে
দিন যায় কথা থাকে