বড় সাধ জাগে বাংলা গানের লিরিক্স | Boro sadh jage….lyrics
September 13, 2024

বড় সাধ জাগে
একবার তোমায় দেখি
কতোকাল দেখিনি তোমায়
একবার তোমায় দেখি …
বড় সাধ জাগে
একবার তোমায় দেখি
স্মৃতির জানলা খুলে চেয়ে থাকি..
স্মৃতির জানলা খুলে চেয়ে থাকি..
চোখ তুলে যতটুকু আলো আসে
সে আলোয় মন ভরে যায় ….
কতোকাল দেখিনি তোমায়
একবার তোমায় দেখি …
বড় সাধ জাগে
একবার তোমায় দেখি
আমার এই অন্ধকারে
কতো রাত কেটে গেল
আমি আধারেই রয়ে গেলাম..
আমার এই অন্ধকারে
কতো রাত কেটে গেল
আমি আধারেই রয়ে গেলাম..
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
যাই এঁকে রঙ্গে রঙ্গে, সুরে সুরে..
ওরা যদি গান হয়ে যায়…
কতোকাল দেখিনি তোমায়
একবার তোমায় দেখি …
বড় সাধ জাগে
একবার তোমায় দেখি
একবার তোমায় দেখি
একবার তোমায় দেখি
একবার তোমায় দেখি