বাঁশপাতা আর কলমিলতা বাংলা গানের লিরিক্স | bash pata r kolmi lota…lyrics
September 28, 2024
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
এবার মরে সোনা হবো
স্বর্নকারের দোকানে যাবো
এবার মরে সোনা হবো গো
এবার মরে সোনা হবো
স্বর্নকারের দোকানে যাবো
মালা হয়ে উঠবো আমি
মালা হয়ে উঠবো আমি
বেনান্দের গলেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
বাঁশপাতা আর কলমিলতা
এবার মরে সুতো হবো
তাঁতির ঘরে জন্ম নেবো
এবার মরে সুতো হবো গো