ভুল সবই ভুল বাংলা গানের লিরিক্স | vul sob e vul…lyrics
September 13, 2024

ভুল সবই ভুল
ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায়
যা লেখা, সে ভুল।
ভুল সবই ভুল
এই শ্রাবণে মোর ফাগুন যদি
দেয় দেখা, সে ভুল।।
ভুল সবই ভুল
প্রশ্ন করে নিজের কাছে…কে আমি,
কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি।
প্রশ্ন করে নিজের কাছে…কে আমি,
কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি।
মেঘের ফাঁকে একটু চাঁদের
ওই রেখা, সে ভুল।।
ভুল সবই ভুল
চলে গেলে ডাকবে না তো কেউ পিছু,
স্মৃতি আমার থাকবে না তো আর কিছু।
চলে গেলে ডাকবে না তো কেউ পিছু,
স্মৃতি আমার থাকবে না তো আর কিছু।
যদি ভাবি এই আমি আর
নই একা, সে ভুল।।
ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায়
যা লেখা, সে ভুল।
ভুল সবই ভুল
এই শ্রাবণে মোর ফাগুন যদি
দেয় দেখা, সে ভুল।।
ভুল সবই ভুল
ভুল সবই ভুল