যেতে দাও আমায় ডেকোনা বাংলা গানের লিরিক্স | Jete dao amay dekona…lyrics
September 15, 2024
যেতে দাও আমায় ডেকোনা
কবে কি আমি বলেছি মনে রেখোনা
যেতে দাও আমায় ডেকোনা
কিছু বলবে কি? না না না পিছু ডেকোনা
তুমি ভরে নিও বাঁশি ওগো সুর থেকে সুরে
নয় চলে যাব আমি শুধু দূর থেকে দুরে
এই তাসেরই ঘর বেঁধে তুমি ভেঙ্গে দিওনা
কাঁচেরই ঝাড়বাতি নেভে সময় হলে
প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জ্বলে
প্রদীপেরই শিখায় পড়ে মরুক প্রজাপতি
হায় এমনি করে আসে শুধু লাভ থেকে ক্ষতি
এই হিসাবেরই খাতা আর খুলে দেখোনা