Jaatio Shongiter Ditio Line|জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন|Miles|Safin ahmed|Lyrics
আমার এই ভালোবাসা
কোনো যুক্তি খোঁজে না
আমার এই ভালোবাসা
কোনো শর্ত খোঁজে না
এই মন শুধু বলে আমায়
You are mine, you are only mine
তাই উৎসর্গ করি তোমায়
জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন
আমার এই ভালোবাসা
কোনো যুক্তি খোঁজে না
আমার এই ভালোবাসা
কোনো শর্ত খোঁজে না
এই মন শুধু বলে আমায়
You are mine, you are only mine
তাই উৎসর্গ করি তোমায়
জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন
কখনো বুঝি হবে না শেষ
তোমায় নিয়ে গানের আবেশ
সুরে সুরে মন মাতে
রিনিঝিনি সুখ সাজে
এই মন শুধু বলে আমায়
You are mine, you are only mine
তাই উৎসর্গ করি তোমায়
জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন
এই মন শুধু বলে আমায়
You are mine, you are only mine
তাই উৎসর্গ করি তোমায়
জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন
কখনো বুঝি হবে না শেষ
তোমায় নিয়ে তুলির রেশ
রঙে রঙের canvas এ
ঝিলিমিলি স্বপ্ন হাসে
এই মন শুধু বলে আমায়
You are mine, you are only mine
তাই উৎসর্গ করি তোমায়
জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন
এই মন শুধু বলে আমায়
You are mine, you are only mine
তাই উৎসর্গ করি তোমায়
জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন