আবার হবে তো দেখা বাংলা লিরিক্স | Abar Habe To Dekha..manna dey..lyrics
August 24, 2024

আবার হবে তো দেখা
এ দেখাই শেষ দেখা নয়তো
আবার হবে তো দেখা
এ দেখাই শেষ দেখা নয়তো
কি চোখে তোমায় দেখি
বোঝাতে পারিনি আজও হয়তো
এ দেখাই শেষ দেখা নয়তো
যাবার বেলায় আজ কেনো যে কেবলই মনে পড়ে গো
অসময়ে নীল আকাশে কত দিন কত মেঘ ধরে গো
শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো
এ দেখাই শেষ দেখা নয়তো
এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো
খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো
বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে
হয়নি একটু দেরি এ গানের কোন মানে খুঁজতে
কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো
এ দেখাই শেষ দেখা নয়তো
আবার হবে তো দেখা
এ দেখাই শেষ দেখা নয়তো
এ দেখাই শেষ দেখা নয়তো