আমায় গেঁথে দাওনা মাগো গানের বাংলা লিরিক্স | Amay Gethe Daona Mago….lyrics
মায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা
আমি জনম জনম
রাখবো ধরে
ভাই হারানোর জ্বালা
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা
আসি বলে আমায় ফেলে
সেই যে গেলো ভাই…
তিন ভুবনের কোথায় গেলে
ভাইয়ের দেখা পাই
দেব তারই সমাধিতে আমি
তোমার হাতের মালা
ভাই হারানোর জ্বালা
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা
আমি জনম জনম
রাখবো ধরে
ভাই হারানোর জ্বালা
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা
তাঁরই শোকে কোকিল ডাকে
ফোটে বনের ফুল…
ফুল-ফাগুনের মধুর তিথি
কেঁদে হয় আকুল
আজও তাঁরে স্মরণ করে সবাই
সাজাই ফুলের ডালা
ভাই হারানোর জ্বালা
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা
আমি জনম জনম
রাখবো ধরে
ভাই হারানোর জ্বালা
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা