আমার ভালোবাসার তানপুরাতে বাংলা গানের লিরিক্স | amar valobasar tanpurate …lyrics
September 28, 2024
আমার ভালোবাসার তানপুরাতে
সুর যে বাজে না
আমার ভালোবাসার তানপুরাতে
সুর যে বাজে না
আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না
আমার ভালোবাসার তানপুরাতে
সুর যে বাজে না
হায় কেমনে ভুলিবে সেদিন বল
যেদিন তুমি পাশে ছিলে
ভুলিবে কেমনে সে রাত বল
যেরাতে তুমি গেছ চলে
আজ তারার আকাশে নেইকো তারা
চাঁদে শুধুই অন্ধকার।
ভালোবাসার তানপুরাতে
সুর যে বাজে না
হায় কেমনে বোঝাবো নিজেকে বল
তুমি এখন নও আমার
নিভে গেছে আশার প্রদীপ
নেইতো আলো ভালোবাসার
আমি ভালেবেসে যে সব হারালাম
নেইতো কিছু আর আমার
ভালোবাসার তানপুরাতে
সুর যে বাজে না
আমার ভালোবাসার তানপুরাতে
সুর যে বাজে না
আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না
আমার ভালোবাসার তানপুরাতে
সুর যে বাজে না