আমি কেন বারবার প্রেমে পড়ে যাই বাংলা লিরিক্স | Ami Keno Bar Bar Preme Pore Jai Lyrics
বন্ধু তুমি ভালো, তুমিতো চাঁদের আলো
আমি মনে হয় বামুন হয়ে চাঁদে হাত বাড়াই,
ঝলসে যাবো জানি, মানছেনা মন-খানি
পাবনা জেনেও মিছেমিছি কেন তোমাকে ছুঁতে চাই।
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই,
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই।
তোমায় মনে, ধরেছে আজ
পালাবে বলনা কোথায়,
এক জীবনে, একটাই তো সুখ
তুমি ছাড়া কেউ নেই আমার। (২)
জেনে বুঝে আমি, দুঃখের জলে ভাসি
তাও ভাললাগে তোমার পাশে
নিজেকেই খুঁজে পাই।
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই,
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই।
ও ও..
বলার ছিলো, অনেক কথা
ভাবছি কি বলবো তোমায়,
চলার পথের, সঙ্গী হবো
রেখোনা একলা আমায়। (২)
জানি এ হবেনা, মন করে বাহানা
পাবোনা জেনেও মিছেমিছি কেন তোমাকে ছুঁতে চাই।
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই,
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই।
বন্ধু তুমি ভালো, তুমিতো চাঁদের আলো
আমি মনে হয় বামুন হয়ে চাঁদে হাত বাড়াই,
ঝলসে যাবো জানি, মানছেনা মন-খানি
পাবনা জেনেও মিছেমিছি কেন তোমাকে ছুঁতে চাই।
আমি কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই,
আমি-কেন বার বার প্রেমে পড়ে যাই
এই জনমে পাই বা না পাই, পর জনমে চাই।
Tahmid Ahmed
Thank