আমি তোমারে ভালোবেসেছি বাংলা লিরিক্স | Ami Tomare Bhalobesechhi..lyrics
August 24, 2024
তোমারে ভালোবেসেছি
আমি তোমারে ভালোবেসেছি
চিরসাথি হয়ে এসেছি
তোমারে ভালোবেসেছি
আমি তোমারে ভালোবেসেছি
এ লগন পূর্ণ যে তোমাতে
শুভরাত জানে না গো পোহাতে
তোমারই ব্যথায় কেঁদেছি যে হায়
তোমারই হাসিতে হেসেছি
তোমারে ভালোবেসেছি
আমি তোমারে ভালোবেসেছি
চিরসাথি হয়ে এসেছি
তোমারে ভালোবেসেছি
তোমার কানে কানে দু’টি কথা তাই শুধু বলব
‘ভালোবাসি, ভালোবাসি’
প্রণয়ের নীলাকাশে দু’টি তারা হয়ে মোরা জ্বলব
‘ভালোবাসি, ভালোবাসি’
পৃথিবীকে তাই বলি বারেবার
মোর চেয়ে সুখী কেহ আছে আর?
বহু জনমের মিলনসাগরে
আমরা দু’জনে ভেসেছি
তোমারে ভালোবেসেছি
আমি তোমারে ভালোবেসেছি
চিরসাথি হয়ে এসেছি
তোমারে ভালোবেসেছি
Raju
Nice music