আশা ছিলো, ভালোবাসা ছিলো বাংলা লিরিক্স | Asha Chilo Bhalobasha Chilo… lyrics
August 24, 2024

আশা ছিলো, ভালোবাসা ছিলো
আজ আশা নেই, ভালোবাসা নেই
আশা ছিলো, ভালোবাসা ছিলো
আজ আশা নেই, ভালোবাসা নেই
এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত, কথা যেতো হারিয়ে
এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত, কথা যেতো হারিয়ে
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই, ভালোবাসা নেই
আশা ছিলো, ভালোবাসা ছিলো
আজ আশা নেই, ভালোবাসা নেই
আজ তুমি কত দূরে, মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে
আজ তুমি কত দূরে, মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে
ফিরে চলে যায় যে সময় হায় একবার
তার যাওয়া আছে, আসা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই
আশা ছিলো, ভালোবাসা ছিলো
আজ আশা নেই, ভালোবাসা নেই
Muaj
Good