একটা গান লিখো আমার জন্য বাংলা লিরিক্স | Ekta Gaan Likho Amar Janya..lyrics
August 24, 2024
একটা গান লিখ আমার জন্য,
না হয় আমি তোমার কাছে ছিলেম
অতি নগন্ন,
সে গান যেন আমার উজাড় করে নেয়,
সে শুর যেন আমায় বেকুল করে দেয়
আমি যেন হই তোমার মাঝে ধন্য।
আমি ছিলেম তোমার প্রেমের প্রথম সফল নায়িকা,
লিখেছি তোমার মনের অক্ষরে অনেক ছন্দলিপিকা
সে দিন আজো আমার মনে পড়ে যায়
তেমন করে যেন আমায় খুজে পায়
জীবন তরিকে বোঝাই সহজ পণ্য।