একলা হলেই বুঝতে পারি বাংলা লিরিক্স | Ekla Holei Bujte Pari…Lyrics
একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত
আমি একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত
একটা তুমি আছো বলে ভালো আছি এত
একটা তুমি আছো বলে ভালো আছি এত
এই জীবনে কেউ তো আর হয় না তোমার মতো
একটা তুমি আছো বলে ভালো আছি এত
একটা তুমি আছো বলে ভালো আছি এত
দূরে গেলে তোমার প্রতি মায়া বাড়ে আরো
কেমন করে এমন প্রেমে বাঁধতে আমায় পারো
দূরে গেলে তোমার প্রতি মায়া বাড়ে আরো
কেমন করে এমন প্রেমে বাঁধতে আমায় পারো
দিনগুলো সব তোমার নামে হোক না আমার গত
একটা তুমি আছো বলে ভালো আছি এত
একটা তুমি আছো বলে ভালো আছি এত
জুড়ে থাকো আমার এ মন অবুঝ অনুরাগে
তোমায় নিয়ে ভাবতে গেলে সবচেয়ে ভালো লাগে
জুড়ে থাকো আমার এ মন অবুঝ অনুরাগে
তোমায় নিয়ে ভাবতে গেলে সবচেয়ে ভালো লাগে
দিনগুলো সব তোমার নামে হোক না আমার গত
একটা তুমি আছো বলে ভালো আছি এত
একটা তুমি আছো বলে ভালো আছি এত
একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত
আমি একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত
একটা তুমি আছো বলে ভালো আছি এত
একটা তুমি আছো বলে ভালো আছি এত
এই জীবনে কেউ তো আর হয় না তোমার মতো
একটা তুমি আছো বলে ভালো আছি এত
একটা তুমি আছো বলে ভালো আছি এত