এসো মা লক্ষ্মী বসো ঘরে বাংলা লিরিক্স | Eso Ma Lakshmi Baso Ghare..lyrics
শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি
শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
আমার এ ঘরে থাকো আলো করে
এসো মা লক্ষ্মী, বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
এসো মা লক্ষ্মী, বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
আল্পনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট
আমের পল্লব দিলাম জল ভরা ঘট
আল্পনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট
আমের পল্লব দিলাম জল ভরা ঘট
পান-সুপারি, সিঁদুর দিলাম দু’হাত ভরে
ধনধান্যে ভরো আমার এ ঘরে
পান-সুপারি, সিঁদুর দিলাম দু’হাত ভরে
ধনধান্যে ভরো আমার এ ঘরে
এসো মা লক্ষ্মী, বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
এসো মা লক্ষ্মী, বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি
শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
জনম জনম থাকো আমার এ ঘরে
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
জনম জনম থাকো আমার এ ঘরে
এসো মা লক্ষ্মী, বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
এসো মা লক্ষ্মী, বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
এসো মা লক্ষ্মী, বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে