ও আমার মন কান্দে ও প্রাণ কাঁন্দে বাংলা গানের লিরিক্স | o amar mon kande o amar pran kande..lyrics
ও আমার মন কান্দে
ও আমার প্রাণ কান্দে
ও আমার মন কান্দে
ও আমার প্রাণ কান্দে
ও…বন্ধুর লাগিয়া
আমার চোখ কান্দেরে
বন্ধুর বিহনে,নিশিরাত কান্দেরে
ও আমার মন কান্দে
ও আমার প্রাণ কান্দে
ও আমার মন কান্দে
ও আমার প্রাণ কান্দে
ও…বন্ধুর লাগিয়া
আমার চোখ কান্দেরে
বন্ধুর বিহনে,নিশিরাত কান্দেরে
অন্তরে অন্তরে কান্দে
পিরীতি আমার
রজনী ঘিরিয়া কান্দে
মেঘেরই আন্ধার
অন্তরে অন্তরে কান্দে
পিরীতি আমার
রজনী ঘিরিয়া কান্দে
মেঘেরই আন্ধার
কি ভুলে হারাইলাম আমি
কি ভুলে হারাইলাম আমি
প্রাণও বন্ধুরে
আমার মন কান্দে
ও আমার প্রাণ কান্দে
ও আমার মন কান্দে
ও আমার প্রাণ কান্দে
ও…বন্ধুর লাগিয়া
আমার চোখ কান্দেরে
বন্ধুর বিহনে,নিশিরাত কান্দেরে
চাঁন্দেরই কারনে হইলো
কলঙ্ক আমার
নয়নও ভাসিয়া গেলো
চন্দ্র মল্লিকার
চাঁন্দেরই কারনে হইলো
কলঙ্ক আমার
নয়নও ভাসিয়া গেলো
চন্দ্র মল্লিকার
সেই জলে ভাসাইলাম আমি
সেই জলে ভাসাইলাম আমি
প্রেমও ডিঙ্গারে
আমার মন কান্দে
ও আমার প্রাণ কান্দে
ও আমার মন কান্দে
ও আমার প্রাণ কান্দে
ও…বন্ধুর লাগিয়া
আমার চোখ কান্দেরে
বন্ধুর বিহনে,নিশিরাত কান্দেরে
ও আমার মন কান্দে
ও আমার প্রাণ কান্দে
ও আমার মন কান্দে
ও আমার প্রাণ কান্দে
ও…বন্ধুর লাগিয়া
আমার চোখ কান্দেরে
বন্ধুর বিহনে,নিশিরাত কান্দেরে