কতদিন পরে এলে একটু বসো গানের বাংলা লিরিক্স | kotodin pore ele aktu boso lyrics
September 1, 2024
কত দিন পরে এলে
কত দিন পরে এলে একটু বসো
কত দিন পরে এলে একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিলো
যদি শুনো ..
কত দিন পরে এলে
আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে ….
আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে ..
সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে ..
বহু দিন এমন কথা বলার ছুটি
পাইনি যেন…
কত দিন পরে এলে একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিলো
যদি শুনো ..
কত দিন পরে এলে
জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা ….
জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা ..
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা ..
চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন ?
কত দিন পরে এলে একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিলো
যদি শুনো ..
কত দিন পরে এলে
Ridoy hasan
Nice