কত যে কথা ছিল কত যে ছিল গান গানের বাংলা লিরিক্স | koto j kotha silo koto j silo gan..lyrics
September 1, 2024

কত যে কথা ছিল কত যে ছিল গান
কত যে বেদনার না বলা অভিমান।।
তোমায় কাছে পেয়ে আাকাশ হল রাঙ্গা
গহীন রাতে প্রিয় সহসা ঘুম ভাঙ্গা
আলোয় ঝলমল যে পথে নিয়ে চল
সে পথে হবে কি বেদনার অবসান
কত যে কথা ছিল।
চকরী কি যে চায় চাঁদ কি জানে হায়।।
সাগর বোঝে নাতো নদীর কলতান।
ভেবেছি বলি বলি, হল না তবু বলা।
জানি না কতদূরে হবে গো পথ চলা
সহসা ফুলবনে ভ্রমরের গুঞ্জনে
কত মুখ ফিরে গেল হানিয়া ফুলো বান
কত যে কথা ছিল কত যে ছিল গান
কত যে বেদনার না বলা অভিমান