কেন এই নিঃসঙ্গতা গানের লিরিক্স | Keno Ei Nishongota..lyrics

কেন এই নিঃসঙ্গতা
Singer:Partho Borua
কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেও না জানুক কার কারণে
কেও না জানুক কার স্মরণে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে
স্বপ্ন গুলো অন্য কারো ভুল গুলো আমারি
কান্না গুলো থাক দুচোখে কষ্ট আমারি
ভেবে নিব প্রেম আনে আর আধারি
কেও না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
তবুও জীবন যাচ্ছে কেটেজীবনের নিয়মে নিয়মে
ইচ্ছে গুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারি
সুখ না হোক অন্য কারো দুঃখরা আমারি
ভুলে যাবো মন যেন আজ ফেরারি
কেও না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নীরবে হায়
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে
কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেও না জানুক কার কারণে
কেও না জানুক কার স্মরণে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে
কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেও না জানুক কার কারণে
কেও না জানুক কার স্মরণে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে
আকরাম
রিলস
আকরাম
নো কপিরাইট
আকরাম
No copyright
Rafikul islam
Nice
Rafikul islam
Alfhaaktar
Md Kamrul Islam
Hello