গাড়ি চলে না বাংলা গানের লিরিক্স | Gari cholena lyrics
September 15, 2024
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না
মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না
গাড়ি চলে না চলে না
চলে না রে, গাড়ি চলে না