বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো
হেই বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো
নওশা সাজাইয়া পালকিতে ছড়াইয়া
নওশা সাজাইয়া পালকিতে ছড়াইয়া
খুশিতে নেচে নেচে গান শুনাবো
বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো
হেই বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো
হলদি দিয়া মেন্দি দিয়া গোসল ও করাইবো
সেই গোসলের শেষে নতুন কাপড় ও পরাইবো
হলদি দিয়া মেন্দি দিয়া গোসল ও করাইবো
সেই গোসলের শেষে নতুন কাপড় ও পরাইবো
কাপড় ও পরাইয়া আতরও লাগাইবো
আতর ও লাগাইয়া সানাই বাজাইবো
সানাইয়ের সূরে সূরে পাগল করে দিবো
বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো
হেই বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো
আগে পিছে কতো মানুষ যাবে সাথী হইয়া
হাসি মুখে মা রবে দুয়ারে দাঁড়াইয়া
আগে পিছে কতো মানুষ যাবে সাথী হইয়া
হাসি মুখে মা রবে দুয়ারে দাঁড়াইয়া
দুয়ারে দাঁড়াইয়া ,দোয়া দিবে
মায়ের ও দোয়াতে দুঃখ যাবে
সুখে দুঃখে দুইজনে একসাথে রবো
বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো
হেই বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো
নওশা সাজাইয়া পালকিতে ছড়াইয়া
নওশা সাজাইয়া পালকিতে ছড়াইয়া
খুশিতে নেচে নেচে গান শুনাবো
বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো
হেই বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো
Sarder md salim
I do no understand