ভালোবেসে কোনো ভুল করিনি আমি বাংলা লিরিক্স | Bhalobeshe Kono Bhool Korini..lyrics
M-অগোছালো দিন রাত বলে যায়,
হাতে রাখা তোর হাত বলে যায়,
ভালোবেসে কোনো ভুল করিনি আমি।
অগোছালো দিন রাত বলে যায়,
হাতে রাখা তোর হাত বলে যায়,
ভালোবেসে কোনো ভুল করিনি আমি।
শোন…আজ বাকি কথা থাক,
বেরিয়ে যাই বেড়াতে।
এই মন…তোর নামেতে জমা,
স্বপ্নে পাওয়া তারাদের।
এ ভাবেই দিন রাত ঢলে যাক,
মন আমার বার বার বলে যাক,
ভালোবেসে কোনো ভুল করিনি আমি।
উমমমম…
ভালোবেসে কোনো ভুল করিনি আমি।
F-নরম নরম ইচ্ছে গুলো,
নাম না জানা পাহাড় ছুলো,
আসলে যখন আসার হয়ে
তুই… ওহ হো…
প্রথম কদিন কাটার পরেই,
এসব উথাল পাথাল শুরু,
আয় না তোকে আদর করে ছুঁই…
ও.ও.ও….
M-শোন…আজ বাকি কথা থাক,
বেরিয়ে যাই বেড়াতে।
এই মন তোর আঁচলে জমা,
স্বপ্নে পাওয়া তারাদের।
ওহ উমমম…ও…
ওহ ওওওওও…
F-আকাশ কুসুম ভাবিস না আর,
সব দিয়েছি তোকেই আমার,
চাউনিতে তোর পাগল হয়ে যাই ও.ও….
মনের ভিতর নদীর জলে,
রঙ্গিন রঙ্গিন নৌকো চলে,
চল না আবার হটাৎ বয়ে যাই…ও…
M-শোন…আজ বাকি কথা থাক,
বেরিয়ে যাই বেড়াতে।
এই মন তোর নামেতে জমা,
স্বপ্নে পাওয়া তারাদের।
এ ভাবেই দিন রাত ঢলে যাক,
মন আমার বার বার বলে যাক,
ভালো বেসে কোনো ভুল করিনি আমি।
উমমমমম…
ভালো বেসে কোনো ভুল করিনি আমি।
উমমমমম…ওওওও…উমমমমম…
Badrul alam Badrul
Valo
Badrul alam Badrul
Gojol gan dwanlood
Abdulnoor
I want village song
Rahat
I want content in your hands with my voice
Rahat
I want content in your hands with my voice
Raj babu
I am Unexted