মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না বাংলা গানের লিরিক্স | mone agun jole cokhe keno..lyrics
মনে আগুন জ্বলে
চোখে কেন জ্বলেনা
চোখেতে সাগর আছে
আগুনযে তাই ধরেনা
চোখেতে সাগর আছে
আগুনযে তাই ধরেনা
মনে আগুন জ্বলে
চোখে কেন জ্বলেনা
চোখেতে সাগর আছে
আগুনযে তাই ধরেনা
চোখেতে সাগর আছে
আগুনযে তাই ধরেনা
নয়নও সাগর তাই,ভরেছি কান্নায়
মনেরও জ্বালা যদি
ভেসে যায় বন্যায়
ভেসে যায় বন্যায়
নয়নও সাগর তাই,ভরেছি কান্নায়
মনেরও জ্বালা যদি
ভেসে যায় বন্যায়
ভেসে যায় বন্যায়
প্রেমের’ই আগুন তবুও
চোখের জলে নেভেনা
চোখেতে সাগর আছে
আগুনযে তাই ধরেনা
চোখেতে সাগর আছে
আগুনযে তাই ধরেনা
জ্বলে নিশিদিন, বুঝেছি জীবনে
পিরীতিরও জ্বালা মরে না মরণে
জ্বলে নিশিদিন বুঝেছি জীবনে
পিরীতিরও জ্বালা মরে না মরণে
মরে না মরণে
মনও পাখি বেঁধে রাখি
কোথা সে পিঞ্জর
আগুনে পুড়েছে পাখা
হৃদয় জর্জর,হৃদয় জর্জর
মনও পাখি বেঁধে রাখি
কোথা সে পিঞ্জর
আগুনে পুড়েছে পাখা
হৃদয়ও জর্জর, হৃদয়ও জর্জর
প্রেমের পিঞ্জর ছাড়া
মনতো বাঁন্ধা পড়ে না
চোখেতে সাগর আছে
আগুনযে তাই ধরেনা
চোখেতে সাগর আছে
আগুনযে তাই ধরেনা
মনে আগুন জ্বলে
চোখে কেন জ্বলেনা
চোখেতে সাগর আছে
আগুনযে তাই ধরেনা
চোখেতে সাগর আছে
আগুনযে তাই ধরেনা
মনে আগুন জ্বলে
চোখে কেন জ্বলেনা
চোখেতে সাগর আছে
আগুনযে তাই ধরেনা
চোখেতে সাগর আছে
আগুনযে তাই ধরেনা