সবাই তো সুখী হতে চায় বাংলা লিরিক্স | sobai to sukhi hote chay lyrics
August 14, 2024

সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না
আশায় আশায় তবু এই আমি থাবি
যাদি আসে কোন দিন সেই সুখ পাখি
এই চেয়ে থাকা আর প্রানে সয়না
ভালবেসে সুখী হতে বল কেনা চায়
রাধা সুখী হয়েছিল এই শ্যামরায়
আমি ও রাধার মত ভালবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হাড়াবো
এই চেয়ে থাকা আর প্রানে সয়না