সূর্য যদি ওঠে নাকো আবার
রাত্রি যদি হয় কালো আঁধার
আশার আলো তবু কেন নেভে বারে বার?
সত্য যদি হয় মিছে আবার
স্মৃতি ছাড়া নেই কিছু আমার
তোমায় আলোকিত মুখে দেখতে চাই আবার
মেঘে ঢাকা কোনো সকালে
অশ্রু চোখে দিয়েছিলে যে
ভালোবাসা শুধু আমাকে
স্পন্দন থেমে যাওয়া হৃদয়ে
জানি নাকো, জানি নাকো আমি কেন এমন হয়
জানি শুধু স্মৃতিগুলো, স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
থেমে যাওয়া জীবন আজও আমার
দিনের আলোয় স্পষ্ট কালো আঁধার
তোমায় ছাড়া জীবন আজ অর্থহীন আমার
সত্যি যদি আসতে ফিরে আবার
থাকতে চিরদিনই শুধু আমার
জীবন থেকে কোনো চাওয়া থাকতো না যে আর
যেদিন তুমি আমায় ছেড়েছো
হয়তো সবই ভুলতে পেরেছো
পারিনি গো ভুলতে আমি যে
তোমার সাথে সময়গুলোকে
জানি নাকো, জানি নাকো আমি কেন এমন হয়
জানি শুধু স্মৃতিগুলো, স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও