আষাঢ় শ্রাবণ মানেনা তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে..
তোমাকে আমার.. মনে পড়েছে
আষাঢ় শ্রাবণ মানেনা তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে
তোমাকে আমার.. মনে পড়েছে।
আলোর~তরীটি বেয়ে
দিন চলে যায়…
আধারের মন জলে তারায় তারায়
আলোর~তরীটি বেয়ে
দিন চলে যায়…
আধারের মন জলে তারায় তারায়
আমার~ এ মন কেন শুধু আকুলায়
বরষণ যেন কথা হয়েছে..
তোমাকে আমার মনে পড়েছে..
তোমাকে আমার.. মনে পড়েছে
আষাঢ়~শ্রাবণ মানেনা তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে
তোমাকে আমার.. মনে পড়েছে।
দিও নাকো কখনও কিছু
দিওনা আমায়…
সবকিছু পাওয়া হবে
পেলে গো তোমায়..
দিও নাকো কখনও কিছু
দিওনা আমায়…
সবকিছু পাওয়া হবে
পেলে গো তোমায়~
চোখের জলে তে বেঁয়ে,সুখ এলো তাই.
আজ মন মোহনায় মিশেছে…
তোমাকে আমার মনে পড়েছে..
তোমাকে আমার.. মনে পড়েছে
আষাঢ়_শ্রাবণ মানেনা তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে
তোমাকে আমার.. মনে পড়েছে।
তোমাকে আমার মনে পড়েছে
আষাঢ় শ্রাবণ মানেনা তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে..
তোমাকে আমার~মনে পড়েছে.