Bhalo Achi Bhalo Thekon Chords | ভালো আছি ভালো থেকো গানের কর্ড | Bangla Song Guitar Chords

June 5, 2024

(G) ভাল আছি, (Em)ভালো থেকো
(Am)আকাশের ঠিকানায়(G) চিঠি লিখো
(G) ভাল আছি, (Em)ভালো থেকো
(Am)আকাশের ঠিকানায়(G) চিঠি লিখো
(D)দিও তোমার মালাখানি
(Am)বাউলের এই মনটা রে(D)(G)আমার ভিতর বাহিরে(Em) অন্তরে অন্তরে
(G)আছো তুমি হৃ(D)দয় জুড়ে(G)
(G)আমার ভিতর বাহিরে(Em) অন্তরে অন্তরে
(G)আছো তুমি হৃ(D)দয় জুড়ে(G)

(G)পুষে রাখে (Em)যেমন ঝিনুক
(Am)খোলসের আবরনে (G)মুক্তর সুখ
(G)পুষে রাখে (Em)যেমন ঝিনুক
(Am)খোলসের আবরনে (G)মুক্তর সুখ
(G)তেমনি তোমার(Em) গভীর ছোঁয়া
(Am)ভিতরের নীল(F) বন্দরে(D)(G)আমার ভিতর বাহিরে(Em) অন্তরে অন্তরে
(G)আছো তুমি হৃ(D)দয় জুড়ে(G)
(G)আমার ভিতর বাহিরে(Em) অন্তরে অন্তরে
(G)আছো তুমি হৃ(D)দয় জুড়ে(G)

SAME CHORD PROGRESSION

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটা রেভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়েঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরেভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়েভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটা রে
ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

1 Comment

  1. Arpan Paul

    June 20, 2024

    Good song

Leave a Comment