Ei Sundar Swarnali Sandhyay lyrics| এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বাংলা লিরিক্স
August 14, 2024
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।
কোন রক্তিম পলাশের স্বপ্ন,
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।
আমলকি পিয়ালের কুঞ্জে/(কুন্দি)
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে/(বন্দি)।
বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু।
বাতাসের কথা সে তো কথা নয়,
রূপকথা ঝরে তার বাঁশিতে,
আমাদেরও মুখে কোন কথা নেই,
শুধু দু’টি আঁখি ভরে রাখে হাসিতে।
কিছু পরে দূরে তারা জ্বলবে,
হয়তো তখন তুমি বলবে।
জানি মালা কেন গলে পরালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু…