তোমাকে দূর থেকে দেখেছি যত
এ মনে উঠেছে ঝড়
আড়ালে থেকে অবুঝের মত
গুনেছি প্রহর
অনেক পথ হেঁটে অবশেষে একদিন
পেয়েছি কাছে তোমাকে
তুমি নও সে সুদূর সঙ্গী
চেয়েছি আগে যাকে
আজ ছুঁয়ে তোমাকে নেই সেই পিপাসা
মন জুড়ে তাই থাকে অনন্ত হতাশা
দূরে তুমি আজও থেকে গেলে দূরে
কাছে এসে নিলে স্বপ্ন কেড়ে
যত তুমি কাছে রও তত অচেনা হও
যে থাকে এই বুকে সে কভু তুমি নও
সুখ স্রোতে বয়ে যাও দিয়ে যন্ত্রণা
যেন পেয়েও তোমায় পাওয়া হলো না
তোমাকে দূর থেকে দেখেছি যত
এই মনে উঠেছে ঝড়
আড়ালে থেকে অবুঝের মত
গুনেছি প্রহর
অনেক পথ হেঁটে অবশেষে একদিন
পেয়েছি কাছে তোমাকে
তুমি নও সেই সুদূর সঙ্গী
চেয়েছি আগে যাকে
আজ ছুঁয়ে তোমাকে নেই সেই পিপাসা
মন জুড়ে তাই থাকে অনন্ত হতাশা
দূরে তুমি আজও থেকে গেলে দূরে
কাছে এসে নিলে স্বপ্ন কেড়ে
যত তুমি কাছে রও তত অচেনা হও
যে থাকে এই বুকে সে কভু তুমি নও
সুখ স্রোতে বয়ে যাও দিয়ে যন্ত্রণা
যেন পেয়েও তোমায় পাওয়া হলো না
আজ ছুঁয়ে তোমাকে নেই সেই পিপাসা
মন জুড়ে তাই থাকে অনন্ত হতাশা
দূরে তুমি আজও থেকে গেলে দূরে
কাছে এসে নিলে স্বপ্ন কেড়ে
যত তুমি কাছে রও তত অচেনা হও
যে থাকে এই বুকে সে কভু তুমি নও
সুখ স্রোতে বয়ে যাও দিয়ে যন্ত্রণা
যেন পেয়েও তোমায় পাওয়া হলো না
Md Sagor Ahmed
Nice