Nitol Paaye Song Chords | নিটোল পায়ে গানের কর্ড |Bangla Guitar & Piano Chords
(E)মন ভাবে (C#m)তারে,(A) এই মেঘলা দি(B)নে
শী(E)তল কুয়া(C#m)শাতে, (A)তার স্পর্শে।
মন ভাবে তারে, এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে, তার স্প(B)র্শে,
(E)তার রুমঝুম (C#m)নুপুরের সাজে
(A)বাতাসে যেন (B)মৃদু সুবাসে,
(E)নিটোল পায়ে (C#m)রিনিক ঝিনিক
(A)পায়েল খানি (B)বাজে,
(E)মাদল বাজে (C#m)সেই সঙ্গেতে
(A)শ্যামা মেয়ে (B)নাচে।
(E)চাঁদের অ(C#m)ধর যেন
(A)তোমার হা(B)সির মাঝে,
(E)সোনালী আ(C#m)বেশ কবে, (A)সাগর ধা(B)রে
(E)হৃদয়ের মা(C#m)ঝে কবে, (A)বেঁধেছি(B)লে বাঁধন,
(E)ভালোবাসা ত(C#m)বে কেন,
(A)মনের অগোচরে.(B).
তুমি (C#m)কি আমায় ব(G#m)ন্ধু
আজ কেন (C#m)বো(A)ঝো(E)নি,
তুমি (C#m)কি আমায় ব(G#m)ন্ধু
কেন ভালো(C#m)বা(A)সো(E)নি।
(E)তার রুমঝুম (C#m)নুপুরের সাজে
(A)বাতাসে যেন (B)মৃদু সুবাসে,
(E)নিটোল পায়ে (C#m)রিনিক ঝিনিক
(A)পায়েল খানি (B)বাজে,
(E)মাদল বাজে (C#m)সেই সঙ্গেতে
(A)শ্যামা মেয়ে (B)নাচে।