Priotoma Mone Rekho Song Chords | প্রিয়তমা মনে রেখো গানের কর্ড | Bangla Guitar & Piano Chords
(G#)কত যে সাগর নদী
(D)পেরিয়ে এলাম আমি
(D)কত পথ হলাম যে (C#)পার
(A#m)তোমার মতন এত (G#)অপরূপ সুন্দর
(D#)কাউকে তো দেখিনি গো (G#)আর
(G#)কত যে সাগর নদী
(D)পেরিয়ে এলাম আমি
(D)কত পথ হলাম যে (C#)পার
(A#m)তোমার মতন এত (G#)অপরূপ সুন্দর
(D#)কাউকে তো দেখিনি গো (G#)আর
(G#)প্রিয়ত(C#)মা, (A#m)মনে রেখো
(G#)অনুপ(C#)মা, (A#m)মনে রেখো
(G#)হাওয়ায় হাওয়ায় দোলে (A#m)ওই কাশফুল
(G#)উড়ে যায় আঁচল যে, (A#m)ওড়ে এলোচুল
(G#)হাওয়ায় হাওয়ায় দোলে (A#m)ওই কাশফুল
(G#)উড়ে যায় আঁচল যে, (A#m)ওড়ে এলোচুল
(A#m)আলতা পায়ে (A#m)আলতো ছোঁয়ায়
(A#)পথ চলো প্রিয়া যে আ(G#)মার
(G#)অনেক দেখেছি তবু (D)তোমার ও মুখখানি
(D)সাধ হয় দেখি গো আ(C#)বার
(A#m)তোমার মতন এত (G#)অপরূপ সুন্দর
(D#)কাউকে তো দেখিনি গো (G#)আর
(G#)প্রিয়ত(C#)মা, (A#m)মনে রেখো
(G#)অনুপ(C#)মা, (A#m)মনে রেখো
same chord progression
সোনায় সোনায় মোড়া নীল নীল আকাশ
শান্ত দিঘীর জলে খেলে রাজহাঁস
ও সোনায় সোনায় মোড়া নীল নীল আকাশ
শান্ত দিঘীর জলে খেলে রাজহাঁস
কাজলা চোখে মিষ্টি চাওয়ায়
ছবি আঁকো প্রিয়া যে আমার
অনেক দেখেছি তবু এ সবুজ বাংলাকে
সাধ হয় দেখি গো আবার
তোমার মতন এত অপরূপ সুন্দর
কাউকে তো দেখিনি গো আর
কত যে সাগর নদী
পেরিয়ে এলাম আমি
কত পথ হলাম যে পার
তোমার মতন এত অপরূপ সুন্দর
কাউকে তো দেখিনি গো আর
প্রিয়তমা, মনে রেখো
অনুপমা, মনে রেখো
প্রিয়তমা, মনে রেখো
অনুপমা, মনে রেখো
প্রিয়তমা, মনে রেখো
অনুপমা, মনে রেখো